সত্যি হল জল্পনা...বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা

প্রাক্তন কংগ্রেস নেতা গৌরব বল্লভকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
কজম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ দলের 'দিশাহীনতার' কারণ দেখিয়ে কংগ্রেস থেকে পদত্যাগ করা গৌরব বল্লভ বৃহস্পতিবার অর্থাৎ আজ দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন। দিল্লিতে দলের সদর দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে বল্লভ বিজেপিতে যোগ দেন।

ক্লক

দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পর প্রথম প্রতিক্রিয়ায় বল্লভ বলেন, "দলের কিছু বড় নেতা এবং ইন্ডিয়া ব্লকে তার শরিকরা যখন সনাতন ধর্মের বিরুদ্ধে বিষ ছড়িয়েছেন, তখন দলের নীরবতায় আমি 'ব্যথিত'।" 

Add 1