তাঁবুতে বসেই দীপাবলি! বন্যায় ঘরহারা মানুষের মুখে হাসি ফোটালেন প্রাক্তন বিজেপি নেতা

বন্যায় সব হারানো মানুষদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রাক্তন বিজেপি নেতা।

author-image
Tamalika Chakraborty
New Update
former bjp leader


নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ বৃষ্টিতে ঘরবাড়ি হারিয়ে এখন তাঁবুতেই দিন কাটাচ্ছেন বহু মানুষ। জীবনের স্বাভাবিক ছন্দ যেন এক মুহূর্তে থেমে গেছে। কিন্তু এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়ালেন প্রাক্তন বিজেপি নেতা পাওন খাজুরিয়া।

তিনি বলেন, “সাম্প্রতিক বৃষ্টিতে মানুষের ঘরবাড়ি ভেসে গেছে, তারা আজ গৃহহীন। কেউ কেউ রাস্তার ধারে বা তাঁবুতে আশ্রয় নিয়েছেন। এই মানুষগুলো ভীষণ কষ্টে আছেন, মন ভেঙে গেছে তাঁদের।”

তবু তিনি জানান, তাঁরা চেষ্টা করেছেন এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে। “আমরা সবাই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে তাঁদের যেন মনে না হয় তারা একা। তাই আমরা এই তাঁবুতেই তাঁদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছি। মোমবাতি জ্বালিয়েছি, মিষ্টি বিলিয়েছি, আর আনন্দ ভাগ করে নিয়েছি,” বলেন পাওন খাজুরিয়া।

diwali qqqq

স্থানীয় মানুষজন বলেন, এই ছোট্ট উদ্যোগ তাঁদের মনে একরাশ আশা জুগিয়েছে। কেউ বলেন, “আমাদের ঘর নেই, কিন্তু আজ মনে হলো — আমরা একা নই।”

মানবিক এই মুহূর্তটি এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ খাজুরিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।