/anm-bengali/media/media_files/DgZroTECcxbuQqf5V4c1.jpeg)
নিজস্ব সংবাদদাতা: জমির বদলে চাকরি দুর্নীতি সংক্রান্ত অর্থ তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের উত্তর দেওয়ার জন্য বৃহস্পতিবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন। এইদিন সকালে প্রায় আড়াই ঘণ্টা ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়ান রেকর্ড করে তদন্তকারী সংস্থা। দুপুরের খাওয়া-দাওয়ার পর তিনি আবার তদন্তে যোগ দেন। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট- এর অধীনে এক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে তাঁকে জেরা করেছিল সিবিআই। ১৫ মার্চ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং কন্যা মিসা ভারতীকে এই মামলায় দিল্লির আদালত জামিন দেয়।
Delhi: Former Bihar CM Rabri Devi appears before ED in land for jobs case
— ANI (@ANI) May 18, 2023
(File Pic) pic.twitter.com/uOi0rx9T7B
#WATCH | Delhi: Former Bihar CM Rabri Devi joined ED investigation after lunch. She appeared before ED in the morning in connection with the land for job case. pic.twitter.com/eZYjikZosN
— ANI (@ANI) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us