“বিহারকে এখন মাফ করুন, কতবার শুনব এই জুমলা?”— অমিত শাহকে কটাক্ষ তেজস্বী যাদবের

রাজ্যে বন্ধ চিনি কল পুনরায় চালুর প্রতিশ্রুতিতে তীব্র প্রতিক্রিয়া আরজেডি নেতার; “হাতজোড় করে বলুন, বিহারকে আর প্রতিশ্রুতির ফাঁদে ফেলবেন না।”

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
tejaswiiyadav1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র “আগামী পাঁচ বছরে বিহারের সব বন্ধ চিনি কল পুনরায় চালু করা হবে” মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে আরজেডি নেতা তেজস্বী যাদব তীব্র কটাক্ষ করেন শাহকে উদ্দেশ্য করে বলেন, “ওনার সামনে হাতজোড় করে বলুন— ‘বিহারকে এখন মাফ করুন!’ কত জুমলা শুনব আমরা?”

tejaswiiyadav.jpg