আজও অরেঞ্জ অ্যালার্ট! মুম্বইয়ের মানুষ আবারও কি ডুবতে চলেছেন বৃষ্টির জলে?

মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের জন্যও বুধবারও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
heavy rainfall1.jpg


নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ে বৃষ্টি পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বুধবারও শহরে জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আজও প্রবল বর্ষণ হবে মুম্বই ও আশপাশের অঞ্চলে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।

গতকাল মঙ্গলবার টানা ভারী বৃষ্টিতে শহরের রাস্তাঘাট নদীর মতো প্লাবিত হয়ে যায়। একাধিক এলাকায় জল জমে তৈরি হয় অচলাবস্থা। ভেস্তে যায় ট্রাফিক, ব্যাহত হয় রেল চলাচল, এমনকি বিমান পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়।

মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ের মূল ও হারবার লাইন ডুবে যায় জলে। ফলে স্থানীয় ট্রেন চলাচলে বিপর্যয় নেমে আসে। হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

heavy rain in mumbai

শুধু তাই নয়, টানা বৃষ্টির কারণে স্কুল-কলেজসহ সরকারি ও আধা-সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। এমনকি বোম্বে হাইকোর্টও মাত্র দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কাজ করে, এরপর বন্ধ করে দেওয়া হয় কার্যক্রম।

শহরবাসীর দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে আজকের নতুন অ্যালার্ট। তবে স্বস্তির খবর—বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির তীব্রতা।