১৯ হাজার গৃহহীন, ৩৪ মৃত! আসাম-মণিপুরে মৃত্যু ও ধ্বংসের মিছিল

আসাম ও মণিপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশ

author-image
Tamalika Chakraborty
New Update
Flood

নিজস্ব সংবাদদাতা: প্রচণ্ড বৃষ্টিপাতে উত্তর-পূর্ব ভারতে বন্যা ও ধসের ভয়াবহ পরিস্থিতি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। শুধু আসামেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। রাজ্যের সাতটি প্রধান নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে আরও বন্যার আশঙ্কা রয়েছে।

আসামের পাশের রাজ্য মণিপুরেও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। বিগত চারদিনের টানা প্রবল বর্ষণে সেখানে ১৯ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধ্বংস হয়েছে প্রায় ৩,৩০০টি বাড়ি।

manipur  s

রাজ্যের রাজধানী ইম্ফল এবং আশপাশের একাধিক এলাকা জলের তলায়। ইম্ফল নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। এখনও বহু মানুষ আটকে রয়েছেন বাড়িতে।

প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে, তবে ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতজুড়ে এখন আতঙ্ক আর দুর্ভোগের ছবি।