মেঘভাঙা বৃষ্টির জের, রিয়াসি ও রামবানে প্রাণ হারালেন ১১ জন

মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বান নেমে আসে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Reasi flash flood

File Picture

নিজস্ব সংবাদদাতা: লাগাতার প্রবল বর্ষণে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের জেরে একাধিক জায়গায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার সকালে রিয়াসি ও রামবান জেলায় দুটি আলাদা ঘটনায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে।

রিয়াসি জেলায় ভয়াবহ ভূমিধসে ধসে পড়ে একটি বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের সাতজনের। মৃতদের মধ্যে পাঁচজনই শিশু, বয়স ৪ থেকে ১২ বছরের মধ্যে। শনিবার সকালেই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে দেহগুলি বের করেন।

অন্যদিকে, রামবান জেলার রাজগড় এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বান নেমে আসে। একাধিক বাড়িঘর ভেসে যায় জলে। এই ঘটনায় প্রাণ হারান অন্তত চারজন, নিখোঁজ রয়েছেন আরও চারজন। উদ্ধারকাজ চলছে জোরকদমে। কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং জানিয়েছেন, সেনা ও প্রশাসন যৌথভাবে বিপর্যস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Flood

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরেই প্রবল বর্ষণ চলছে উপত্যকায়। বৃষ্টির রেকর্ড ভেঙেছে। নদীগুলি উপচে পড়ছে, ডুবে গিয়েছে রাস্তা-ঘাট। জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুরে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। শুধু তাই নয়, উধমপুর জেলায় ধসের কারণে আটকে রয়েছে অন্তত ২ হাজারেরও বেশি যানবাহন।

উল্লেখযোগ্যভাবে, ধারাবাহিক ভূমিধস ও দুর্যোগে ৩৪ জনের মৃত্যুর পর আপাতত বন্ধ রাখা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রাও।