"ডাইনি" সন্দেহে একের পর এক খুন! আগুনে ঝলসে দেওয়া হল দেহ — আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম

বিহারের একটি গ্রামে ডাইনি সন্দেহে একই পরিবারের পাঁচ জনকে খুন করল ২৫০ জন গ্রামবাসী।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা: অবিশ্বাস্য নিষ্ঠুরতা! ২৫০-র বেশি উন্মত্ত গ্রামবাসীর হাতে পিটিয়ে হত্যা, তারপর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হল একাধিক ব্যক্তিকে। তাদের দোষ? শুধু "ডাইনি" বা "তান্ত্রিক" সন্দেহ!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ডাইনি হিসেবে চিহ্নিত করে প্রথমে ওই ব্যক্তিদের নির্মমভাবে মারধর করে গ্রামবাসীরা। গণপিটুনির জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এরপরেও থেমে থাকেনি নৃশংসতা— দেহের উপর ঢেলে দেওয়া হয় পেট্রোল, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয় মৃতদেহগুলো।

deadbody

পুলিশ জানাচ্ছে, পুরো ঘটনাটি সংঘটিত হয়েছে এক ভয়ংকর উন্মত্ততায়, যেখানে ২৫০-র বেশি গ্রামবাসী একযোগে জড়িয়ে পড়ে। ঘটনার পর মৃতদেহগুলো গোপন করে ফেলা হয়। এখন চলছে উদ্ধার অভিযান, যাতে খোঁজ পাওয়া যায় পোড়ানো দেহাবশেষের।

প্রশাসনের এক কর্তা জানান, “ঘটনার ভয়াবহতা মেনে নেওয়া যায় না। যারা এ কাজে যুক্ত, তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এখনও পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে এবং বাকি দোষীদের খোঁজে চলছে তল্লাশি।