/anm-bengali/media/media_files/Yc6M47LvJ6tzkdcNRUsJ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকালই রাতে রাম মন্দিরে পা রেখেছেন রামলালা। নিরাপত্তার সাথে পুজো-অর্চনার মাধ্যমে রাম মন্দিরে প্রবেশ করেছেন ভগবান শ্রী রাম। গতকালই দেখা গিয়েছিল কীভাবে ক্রেনের সাহায্যে আকাশে ভাসতে ভাসতে মন্দিরে প্রবেশ করেছিলেন রামলালা। আর তার সঙ্গেই মন্দির জুড়ে তখন চলছে জয় শ্রী রাম ধ্বনি। এমনই অসাধারণ দৃশ্য গতকাল দেখা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল মন্দিরের ভিতরের ছবি। রামলালাকে তাঁর আসনে অধিষ্ঠান করার সময়কার ছবি এবার প্রকাশ্যে আনা হল।
বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মা এদিন এই ছবি প্রকাশ্যে এনেছেন। যেখানে দেখা যাচ্ছে, কীভাবে ক্রেনের সাহায্যে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের মূর্তি স্থাপন করা হচ্ছে। অবশ্য ক্রেনের সাহায্যে প্রতিমা ভিতরে আনার আগে গর্ভগৃহে একটি বিশেষ পূজা এদিন অনুষ্ঠিত হয়। ওই আসন স্থলের বিশেষ পূজা করে তারপর সিংহাসনে স্থাপন করা হয় ভগবান শ্রী রামকে।
Ayodhya, UP | The idol of Lord Ram was brought inside the sanctum sanctorum of the Ram Temple in Ayodhya.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 18, 2024
A special puja was held in the sanctum sanctorum before the idol was brought inside with the help of a crane. (17.01)
(Source: Sharad Sharma, media in-charge of Vishwa… pic.twitter.com/3gHzNFjaY6
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us