বিহার বিধানসভার প্রথম অধিবেশন শুরু

প্রথম দিনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দুই উপমুখ্যমন্ত্রী ও বিধায়কদের উপস্থিতি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-01 10.56.24 AM

নিজস্ব সংবাদদাতা: সদ্যনির্বাচিত বিহার বিধানসভার প্রথম অধিবেশনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই পাটনা সচিবালয় ও বিধানসভা চত্বরে ব্যস্ততার চিত্র দেখা যায়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিন্হা সহ নবনির্বাচিত বিধায়করা অধিবেশনে অংশ নিতে একে একে পৌঁছে যান।

নতুন সরকারের প্রথম অধিবেশন হওয়ায় রাজনৈতিক মহলে এর গুরুত্ব ছিল বিশেষভাবে লক্ষ্যণীয়। সরকার গঠন-পরবর্তী আইনসভা কার্যক্রম, নতুন বিধায়কদের শপথগ্রহণ, সম্ভাব্য স্পিকার নির্বাচনসহ নানা সাংবিধানিক প্রক্রিয়া আজকের অধিবেশনে প্রধান আলোচনার বিষয় হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।