/anm-bengali/media/media_files/2025/11/08/screenshot-2025-11-08-am-2025-11-08-10-53-44.png)
নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীনই জনতা দল (ইউনাইটেড)-এর রাজ্য সভাপতি উমেশ সিং কুশওয়াহা দাবি করেছেন যে, বিহারের মানুষ আবারও এনডিএ ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বের প্রতি তাদের আস্থা প্রদর্শন করেছেন। তাঁর কথায়, “বিহারের জনগণ এনডিএ-র সুশাসন ও উন্নয়নে বিশ্বাস রেখে ভোট দিয়েছেন। রাজ্যের হাল ধরার দায়িত্ব আবারও নীতীশ কুমারকেই দিতে চাইছেন তারা।”
/anm-bengali/media/post_attachments/82cddb7c-f9b.png)
কুশওয়াহা আরও বলেন, “রাহুল গান্ধী তাঁর জোটসঙ্গীদের জিজ্ঞেস করুন, তাঁদের বাবা-মায়ের ১৫ বছরের শাসনকালে তারা রাজ্যের জন্য কী করেছেন? বিরোধীদের কোনো ইস্যু নেই—তারা একেবারেই ইস্যুহীন।” তিনি দাবি করেন, “পুরো বিহার জুড়েই এনডিএ-র ঢেউ বইছে, মহাগঠবন্ধন সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। রাজ্যের মানুষ উন্নয়ন, স্থিতিশীলতা এবং কাজের রাজনীতি বেছে নিয়েছেন, বিভেদের নয়।”
#WATCH | Patna: On the first phase of #BiharElection2025, Bihar JDU President Umesh Singh Kushwaha says, "...The people of Bihar have expressed faith in the NDA's good governance and development, and have voted in favour of the NDA to once again hand over the reins to Chief… pic.twitter.com/7Ne2k9lFZ4
— ANI (@ANI) November 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us