বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর প্রথম দফা: এনডিএর পক্ষে জনসমর্থনের দাবি করলেন জেডিইউ সভাপতি উমেশ সিং কুশওয়াহা

“বিহারের মানুষ উন্নয়ন ও সুশাসনের পক্ষে ভোট দিয়েছে”—রাহুল গান্ধীকে পাল্টা কটাক্ষ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-08 10.53.18 AM

নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীনই জনতা দল (ইউনাইটেড)-এর রাজ্য সভাপতি উমেশ সিং কুশওয়াহা দাবি করেছেন যে, বিহারের মানুষ আবারও এনডিএ ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বের প্রতি তাদের আস্থা প্রদর্শন করেছেন। তাঁর কথায়, “বিহারের জনগণ এনডিএ-র সুশাসন ও উন্নয়নে বিশ্বাস রেখে ভোট দিয়েছেন। রাজ্যের হাল ধরার দায়িত্ব আবারও নীতীশ কুমারকেই দিতে চাইছেন তারা।”

কুশওয়াহা আরও বলেন, “রাহুল গান্ধী তাঁর জোটসঙ্গীদের জিজ্ঞেস করুন, তাঁদের বাবা-মায়ের ১৫ বছরের শাসনকালে তারা রাজ্যের জন্য কী করেছেন? বিরোধীদের কোনো ইস্যু নেই—তারা একেবারেই ইস্যুহীন।” তিনি দাবি করেন, “পুরো বিহার জুড়েই এনডিএ-র ঢেউ বইছে, মহাগঠবন্ধন সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। রাজ্যের মানুষ উন্নয়ন, স্থিতিশীলতা এবং কাজের রাজনীতি বেছে নিয়েছেন, বিভেদের নয়।”