প্রকাশ্যে এল নতুন সংসদ ভবনের ভেতরের ভিডিও

নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধনকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দেশের প্রায় ২১টি রাজনৈতিক দল এই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে বয়কট করেছে। এরই মাঝে এই নতুন সংসদের অন্দরমহল ও বাইরের অংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

author-image
SWETA MITRA
26 May 2023
প্রকাশ্যে এল নতুন সংসদ ভবনের ভেতরের ভিডিও

নিজস্ব সংবাদদাতাঃ নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধনকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দেশের প্রায় ২১টি রাজনৈতিক দল এই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে বয়কট করেছে। এরই মাঝে এই নতুন সংসদের অন্দরমহল বাইরের অংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। এদিকে নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্কের মধ্যেই ২৫টি দল কেন্দ্রীয় সরকারকে সমর্থনের ঘোষণা করেছে।

 এই ২৫টি দলই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে বলে খবর। এর মধ্যে সাতটি দল ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অংশ নয়। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এখনও পর্যন্ত ২১টি বিরোধী দল জানিয়েছে, তারা এই অনুষ্ঠানে যোগ দেবে না।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা তাদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সংসদ ভবন নির্মাণে অবদান রাখা ৬০,০০০ শ্রমিককে (শ্রমযোগী) সম্মানিত করবেন বলে খবর।

 

বিরোধী দলগুলি বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে অভিযোগ করেছে যে তাঁর সরকারের ঔদ্ধত্য সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, মোদী সরকারের ঔদ্ধত্য সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।