ইসরায়েল থেকে প্রথম বিমান ফিরলো ভারতে, কি অভিজ্ঞতা ভারতীয়দের?

'সারা রাত সাইরেন শুনতে পেতাম এবং বাঙ্কারে রাত কাটাতাম'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিন্ধু-এর আওতায়, ইসরায়েল থেকে ১৬১ জন যাত্রী নিয়ে প্রথম বিমানটি আজ নয়াদিল্লিতে অবতরণ করেছে। তাদের স্থল সীমান্ত দিয়ে জর্ডানে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর একটি বিমানে করে দেশে নিয়ে আসা হয়েছে।

একজন প্রবাসী ভারতীয়, অরবিন্দ শুক্লা এদিন বলেন, "আমি ইসরায়েল থেকে এখানে আসছি। আমাদের বিমানটি জর্ডান থেকে উড়েছিল। আমি গত বছর সেপ্টেম্বরে সেখানে গিয়েছিলাম। সেখানে পরিস্থিতি ভালো ছিল, আমরা আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়তে দেখতে পাচ্ছিলাম। এটা ভয়ঙ্কর ছিল। আমরা একটি হোস্টেলে থাকছিলাম। আমরা সারা রাত সাইরেন শুনতে পেতাম এবং আমরা বাঙ্কারে রাত কাটাতাম। কিন্তু অন্যান্য জায়গার তুলনায়, সেখানে পরিস্থিতি খানিকটা ভালো ছিল। আমি জেরুজালেমে ছিলাম”।

israel