কর্ণাটক থেকে অযোধ্যায় প্রথম বিমান এল! যাত্রী বললেন মনের কথা

আজ কর্ণাটক থেকে অযোধ্যায় অবতরণ করল প্রথম বিমান। এক যাত্রী বললেন মনের কথা।

author-image
Anusmita Bhattacharya
New Update
passenger

নিজস্ব সংবাদদাতা: রাম মন্দির উদ্বোধনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে আজ কর্ণাটকের বেঙ্গালুরু বিমানবন্দর থেকে অযোধ্যায় প্রথম বিমান এসে পৌঁছলো। বিমান থেকে নেমে এক যাত্রী তার মনের কথা ব্যক্ত করলেন। তিনি বললেন, 'আগে আমাদের এখানে আসতে হতো, লখনৌ হয়ে। সংবাদমাধ্যমে যে উন্নতির কথা দাবি করা হচ্ছিল সেগুলোর দিকে আমরা তাকিয়ে ছিলাম। আমাদের এখন খুব আনন্দ হচ্ছে'।