/anm-bengali/media/media_files/2025/01/14/tRszS1rTkW2UkIhIWVO6.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ মেলা ২০২৫ শেষ হতে আর অল্প কিছুদিন বাকি। এই মাসের ২৭ তারিখে শেষ হবে এই পবিত্র উৎসব। ফলে এখন রোজ প্রচুর সংখ্যক ভক্ত সারছেন পবিত্র স্নান। পবিত্র স্নান করতে ত্রিবেণী সঙ্গমে ভক্তদের আগমন অব্যাহত।
/anm-bengali/media/media_files/2025/01/28/lkMxpqOrf5pRbVjTqvcb.jpg)
৪৫ দিনব্যাপী চলা এই মহাকুম্ভ মেলার প্রথম ২৪ দিনে ৩৯ কোটিরও বেশি ভক্ত গঙ্গা, যমুনা এবং 'রহস্যময়' সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সেরেছেন। এর মাঝে পেরিয়েছে ৪টি অমৃত স্নানের যোগ। এখনও রয়েছে ২টি অমৃত স্নান। স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে ভেবেছিলেন এবছর ৪৫ কোটির বেশি ভক্ত মহাকুম্ভ মেলায় আসবে, কার্যত তাঁর পরিসংখ্যানও ছাপিয়ে যেতে পারে। আপাতত এই মহাকুম্ভ মেলা পৃথিবীর বৃহত্তম মানব সমাবেশে পরিণত হয়েছে।
#WATCH | Prayagraj | Devotees continue to arrive at Triveni Sangam to take a holy dip at #MahaKumbh2025
— ANI (@ANI) February 6, 2025
Over 39 crore devotees have taken a holy dip in Triveni Sangam - the sacred confluence of rivers Ganga, Yamuna and 'mystical' Saraswati in the first 24 days of the… pic.twitter.com/2UDbxjraob
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us