/anm-bengali/media/media_files/m6d29YgUbF9h6Z03ZhsS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের ভোপালের সাতপুরা ভবনে সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাত সাড়ে ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভবনের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলা আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ভোর ৪ টার দিকে কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
#WATCH: Satpura Bhawan building fire | The flames have been controlled but there is a cloud of smoke at different places, due to which there is a possibility that it may catch fire later but teams are working. As of now, there is no need (for IAF helicopters). Primarily it has… pic.twitter.com/Xe73Gtg85K
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 12, 2023
ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে বিভিন্ন জায়গায় ধোঁয়ার মেঘ রয়েছে, যার কারণে পরে আগুন লাগার সম্ভাবনা রয়েছে তবে দলগুলো কাজ করছে।"
তিনি আরও বলেন, 'আপাতত ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারের কোনও প্রয়োজন নেই। প্রাথমিকভাবে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে এটি তদন্তের জন্য বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হয়েছে।'
উল্লেখ্য, সোমবার বিকেল চারটে নাগাদ ভবনের তৃতীয় তলায় আদিবাসী কল্যাণ দপ্তরের অফিসে আগুন লাগে।
এসির শর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণ বলে ধারণা করা হচ্ছে, তবে ঘটনার তদন্ত করা হবে। আগুন ছড়িয়ে পড়ায় বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে নিরাপদে বের করে আনা হয়, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নেভানোর পর প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন দমকল কর্মী কাজ করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us