/anm-bengali/media/media_files/nv3hbaxRG1Z2WhlidI5g.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর এখন একাধিক এলাকা জলের তলায়। সৌজন্যে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। আগামী কয়েকদিন পরিস্থিতি খারাপই থাকবে তামিলনাড়ুর একাধিক এলাকায়। এমন সময় প্রাণ বাঁচাতে মরিয়া মানুষ থেকে প্রাণী সকলে। সেই প্রাণ বাঁচানোর তাগিদায় জনবহুল এলাকায় প্রবেশ করে গেল কিং কোবরা। আর তাঁকে দেখে নিজেদের প্রাণ হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলেন সাধারণ মানুষ।
এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর টেনকাসি এলাকায়। ভগবতীপুরম গ্রামের একটি আবাসিক এলাকায় প্রবেশ করেছিল ১৪ ফুট লম্বা কিং কোবরা। একে বাইরে ঝড়-বৃষ্টি, তার মধ্যে ঘরে ভয়ঙ্কর কিং কোবরা। খানিকটা প্রাণ হাতেই আবাসন ছাড়েন আবাসনের বাসিন্দারা। তারপর দমকল বিভাগের কর্মীরা এসে সেটিকে আটক করে। আপাতত তাঁকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে।
#WATCH | Tenkasi, Tamil Nadu: The Fire department captured a 14-foot-long King Cobra that had entered a residential area in Bhagavathipuram village. It was handed over to the forest department pic.twitter.com/BfXI6p4iom
— ANI (@ANI) December 6, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us