/anm-bengali/media/media_files/D1fqog2tbxoQIlaI45OE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের বুলন্দশহরে একটি গাড়ির শোরুমে আগুন লেগে ৬-৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
#WATCH | CFO, Bulandshahr, Parmod Sharma says, "We got information at 9:15 PM about the fire in Mahindra's showroom. Immediately, two fire tenders left for the spot, it was found that there were a large number of vehicles parked on the ground floor, out of which 3 to 4 vehicles… https://t.co/Qw7V36pPjSpic.twitter.com/UvOW9BHfqf
— ANI (@ANI) July 13, 2024
বুলন্দশহরের সিএফও প্রমোদ শর্মা বলেন, "আমরা শনিবার রাত ৯টা ১৫ মিনিটে মাহিন্দ্রার শোরুমে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা দিলে দেখা যায়, নিচতলায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে ৩ থেকে ৪টি গাড়ি জ্বলছে। এছাড়া দোতলায় থাকা জিনিসপত্রে আগুন লেগে যায়। এর গুরুত্ব দেখে আমরা আরও ফায়ার টেন্ডার ডেকেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। চৌকিদার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ধোঁয়া দেখতে পেলেও তিনি তথ্য দিতে দেরি করেন এবং মালিকদের জানান। আগুন লাগার কারণও শর্ট সার্কিট বলে মনে হচ্ছে, এর কারণ হতে পারে অফিসের ভেতরে থাকা কম্পিউটারগুলো নিশ্চয়ই চালু রাখা ছিল, যার কারণে শর্ট সার্কিট হয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us