মুসাপেটে রেলওয়ে কনটেইনার শেডে আগুন

সময়মতো দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল, কোনও হতাহতের খবর নেই।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-25 3.32.48 PM

নিজস্ব সংবাদদাতা: মুসাপেট এলাকার রেলওয়ে কনটেইনার শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দমকলের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার শ্রীনিবাস জানিয়েছেন, “আজ সকাল ৮টা ৪৫ মিনিটে আমাদের দমকল বিভাগে ফোন আসে যে মুসাপেটের রেলওয়ে কনটেইনার শেডে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আটটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।” তিনি আরও বলেন, “ফায়ারফাইটাররা দ্রুত কাজ শুরু করে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি।”