BREAKING: ২৫ শতাংশ শুল্কে হতাশ ফিকি (FICCI) ! স্থায়ী বাণিজ্য চুক্তির আহ্বান জানালো সংস্থা

কি জানালো ভারতের শীর্ষ বাণিজ্য সংস্থা ফিকি (FICCI) ?

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : ভারতের রপ্তানি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫% শুল্ক আরোপ এবং সেকেন্ডারি নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলো ভারতের শীর্ষ বাণিজ্য সংস্থা ফিকি (FICCI)। সংস্থার সভাপতি হর্ষবর্ধন আগরওয়াল এক বিবৃতিতে বলেন, “ভারত থেকে রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং সেকেন্ডারি স্যাংশন দেওয়ার সিদ্ধান্তে ফিকি অত্যন্ত হতাশ। এই সিদ্ধান্ত দুঃখজনক এবং এর ফলে আমাদের রপ্তানি খাতে এক সুস্পষ্ট প্রভাব পড়বে।”

donald trump

তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই উচ্চ শুল্ক আরোপ একটি স্বল্পমেয়াদী পদক্ষেপ হিসেবেই থেকে যাবে এবং শীঘ্রই ভারত-আমেরিকার  মধ্যে একটি স্থায়ী ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।”