‘ফেস্টিভ‍্যাল স্পেশ‍্যাল ট্রেন’ অর্থা‍ত্‍ উ‍ত্‍সবের জন‍্য বিশেষ ট্রেনের ব‍্যবস্থা

পুজো মানেই ছুটি। পুজো মানেই বাড়ি ফেরার ধুম। কিংবা ছুটি কাটাতে কোথাও বেড়িয়ে আসা। ফলে এই সময় স্বাভাবিকের চেয়ে ট্রেনে যাত্রী সংখ‍্যা অনেক বেড়ে যায়। তাই এবার উ‍ত্‍সবের এই ভিড়ের কথা মাথায় রেখেই ২৮৩ টি ‘ফেস্টিভ‍্যাল স্পেশ‍্যাল ট্রেন’ অর্থা‍ত্‍ উ‍ত্‍সবের জন‍্য বিশেষ ট্রেনের ব‍্যবস্থা করতে চলেছে ভারতীয় রেলমন্ত্রক।

উ‍ত্‍সবের জন‍্য বিশেষ এই ট্রেন

পূর্ব মধ্য রেলওয়ে(Eastern Central Railway -ECR): 42 মধ‍্য রেলওয়ে(Central Railway-CR): ১৪ পূর্ব রেলওয়ে(Eastern Railway-ER): ৮ ইস্টার্ন কোস্ট রেলওয়ে জোন( Eastern Coast Railway Zone -ECOR): ১২ উত্তর পূর্ব রেলওয়ে(North Eastern Railway -NER): ৪ উত্তর রেলওয়ে( Northern Railway-NR): ৩৪

আরো ট্রেন

উত্তর পশ্চিম রেলওয়ে(North Western Railway-NWR): ২৪ এন এফ আর(NFR): ২২ দক্ষিণ পশ্চিম রেলওয়ে(South Eastern Railway-SER): ৮ দক্ষিণ রেলওয়ে(Southern Railway-SR): ১০ দক্ষিণ পশ্চিম রেলওয়ে(South Western Railway-SWR): ১১ দক্ষিণ মধ‍্য রেলওয়ে( South Central Railway-SCR): ৫৮ পশ্চিম রেলওয়ে(Western Railway -WR): ৩৬