BREAKING: নিরাপত্তায় ত্রুটি হয়ে থাকলে পদত্যাগ করা উচিত ছিল ! মনোজ সিনহাকে তীব্র কটাক্ষ করলেন ফারুক আবদুল্লাহ

কি বললেন ফারুক আবদুল্লাহ ?

author-image
Debjit Biswas
New Update
farooqabdullahq1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার ''নিরাপত্তার ত্রুটি'' সংক্রান্ত মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠলেন ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ। তিনি বলেন,''যদি সত্যিই কোনও নিরাপত্তার ত্রুটি হয়ে থাকে, তবে মনোজ সিনহার পদত্যাগ করা উচিত ছিল। তিনিই যখন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তবে দায় স্বীকার করা তাঁরই কর্তব্য।" তিনি আরও বলেন, ''যারা দায়িত্বে আছেন, তাঁদের উচিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমস্যার দায় থেকে সরে না যাওয়া।''

former army chief manoj