সমন্বিত কমান্ডের জন্য রাজ্যের মর্যাদা অপরিহার্য ! দিল্লিকে ভাবনা-চিন্তা করার বার্তা দিলেন ফারুক আবদুল্লাহ

কি বার্তা দিলেন ফারুক আবদুল্লাহ ?

author-image
Debjit Biswas
New Update
fghcjvbkn

নিজস্ব সংবাদদাতা : এবার কেন্দ্র সরকারের কাছে জম্মু ও কাশ্মীরকে দ্রুত পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানালেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জে কে এন সি)-এর প্রধান ফারুক আবদুল্লাহ। তাঁর মতে, উপত্যকায় নিরাপত্তা এবং প্রশাসনের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার জন্য 'সমন্বিত কমান্ড' (Unified Command)-এর সফল পরিচালনার স্বার্থে এটি একান্তই অপরিহার্য।

farooq abdulah

তিনি বলেন,''সমন্বিত কমান্ডের জন্য জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্য হওয়ার মর্যাদা আবশ্যক। দিল্লিকে অবশ্যই এ নিয়ে চিন্তা করতে হবে।"