এবার গুজরাটে সপরিবারে আত্মহত্যা, মৃতের সংখ্যা গায়ে কাটা দেবে

কতজনের মৃত্যু হয়েছে?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
ob_1694265952

File Picture

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের আহমেদাবাদে আত্মহত্যা করল পরিবারের সকল সদস্য। রুরাল পুলিশ সুপার বলেন, "বাভলার ভাড়া বাড়িতে বিষাক্ত তরল পান করে একই পরিবারের পাঁচজন সদস্য আত্মহত্যা করেছেন। তাদের আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তারা সকলেই মূলত ধোলকার বাসিন্দা।"

publive-image

নিহতদের মধ্যে বিপুল কাঞ্জি ওয়াঘেলা (৩৪), তার স্ত্রী সোনাল (২৬) এবং তাদের দুই মেয়ে (১১ এবং ৫) এবং এক ছেলে (৮) রয়েছেন।