নিজেদের সন্ত্রাসের ফাঁদে পড়েছে পাকিস্তান! এবার কড়া বার্তা দিল ভারত

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য পাকিস্তান নিজেদের সন্ত্রাসের ফাঁদে পড়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
s jaishankarty1.jpg


নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানে পাকিস্তানের ব্যর্থতা ও সন্ত্রাসবাদের পরিণতি নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার গুজরাটের চারোতর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "পাকিস্তান তালিবান ও অন্য পক্ষের সঙ্গে ডাবল গেম খেলছিল। কিন্তু আমেরিকা আফগানিস্তান ছাড়ার পর তাদের এই খেলা ধরে পড়ে যায়।"

জয়শঙ্করের অভিযোগ, সন্ত্রাসবাদকে মদত দিয়ে গোটা অঞ্চলে ‘সন্ত্রাসের ইন্ডাস্ট্রি’ খুলে রেখেছে পাকিস্তান। তবে এখন সেই সন্ত্রাসই তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে তালিবান-পাকিস্তান সম্পর্ক তলানিতে। তালিবান অভিযোগ করেছে, আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান নিরপরাধ নাগরিকদের হত্যা করেছে। অন্যদিকে টিটিপি-র লাগাতার হামলায় চাপে রয়েছে পাক সেনা। আফগান শরণার্থীদের বিতাড়ন নিয়েও উত্তেজনা ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

pakistan pm .jpg

এই প্রেক্ষাপটে একসময়ের ‘বন্ধু’ তালিবান এখন পাকিস্তানের ‘প্রধান শত্রু’। বিপরীতে, তালিবানের সঙ্গে ভারতের সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠছে বলে জানান বিদেশমন্ত্রী।

জয়শঙ্কর আরও বলেন, “ভারতের ব্র্যান্ড আজ প্রযুক্তি, আর এটাই পাকিস্তানের সঙ্গে আমাদের প্রধান পার্থক্য। সন্ত্রাসবাদের জবাব আমরা দেব, কিন্তু পাকিস্তানের জন্য মূল্যবান সময় ব্যয় করব না।”

তিনি মনে করিয়ে দেন, ২০০৮ সালের মুম্বই হামলাই ভারত-পাকিস্তান সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। সেসময় গোটা দেশ একজোট হয়ে সিদ্ধান্ত নেয়, প্রতিবেশী দেশের এমন আচরণ আর সহ্য করা হবে না।