নিজস্ব সংবাদদাতা: জেজু এয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমান রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ১৭৯ জনের মৃত্যুতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিমানে ছয়জন ক্রু সহ মোট ১৮১ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় দুই জন জীবিত রয়েছে। একজন ক্রু ও একজন যাত্রী জীবিত রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানটি ব্যাঙ্কক থেকে দক্ষিণ কোরিয়ায় আসছিল। রান ওয়েতে অবতরণের কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুন লেগে যায়।
South Korea plane crash | EAM Dr S Jaishankar tweets, "Deeply saddened by the tragic airplane crash at the Muan international airport. Extend condolences to the bereaved families. Our thoughts are with the people of the Republic of Korea at this difficult time" pic.twitter.com/E1OpdRx0dC
— ANI (@ANI) December 29, 2024
দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, "মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা কোরিয়ার জনগণের সাথে রয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us