নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী ইলতিজা মুফতি বলেছেন, "আমার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পিএসওকে বরখাস্ত করা হয়েছে কিন্তু তারা (রাজ্য সরকার) কাঠুয়ার এসএইচওকে বরখাস্ত করছে না। তিনি চাঁদাবাজির চক্র পরিচালনা করছেন এবং ভয়ের পরিবেশ তৈরি করেছেন। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার কথা ভাবা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার নয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর গতকাল কাঠুয়ায় পৌঁছানো উচিত ছিল। আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু তিনি দিল্লিতে দুপুরের খাবার খাচ্ছিলেন। ফারুক আবদুল্লাহর আমাদের সঙ্গে কথা বলা উচিৎ ছিল। তাঁর ছেলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর অগ্রাধিকার কী সেটা আমাদের জানা প্রয়োজন। আমি কাঠুয়ার এসএইচওর বিষয়টি উত্থাপন করতে চাই। যিনি ছোট ছেলেদের কাছ থেকে টাকা আদায় করছেন এবং তাদের উপর নির্যাতন করছেন।"
#WATCH | Jammu, J&K | PDP leader Iltija Mufti says, "Two of my PSOs who have the responsibility for my security have been suspended but they (State Govt) are not suspending the SHO in Kathua who is running an extortion racket and has created an atmosphere of fear...It is not the… pic.twitter.com/e6lnsKsrL0
— ANI (@ANI) February 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us