বাজির কারখানায় বিস্ফোরণ, এবার উত্তরপ্রদেশ

লখনউতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের লখনউ শহরে ভয়াবহ বিস্ফোরণ কাঁপিয়ে দিল একটি আতশবাজি তৈরির কারখানা। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং অন্তত পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একাংশ ভেঙে পড়েছে এবং আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।