নিজস্ব সংবাদদাতাঃ বহিষ্কৃত কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম বলেছেন, “আজ এই বয়সে এসে আমি সংকল্প নিচ্ছি যে আমি সারা জীবন নরেন্দ্র মোদীর পাশে থাকব। প্রত্যেক নেতা আমাকে জিজ্ঞাসা করছেন, আচার্য প্রমোদ কৃষ্ণমের কী দোষ ছিল? আমি সেই সমস্ত নেতাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে কংগ্রেস দলে থাকতে সমর্থন করেছিলেন। যে ব্যক্তি তার মা-বোনকে সম্মান করে না, সে কীভাবে দেশকে সম্মান করবে?”