রাম মন্দিরে ধর্মধ্বজ উন্মোচন উপলক্ষে উচ্ছ্বাস—বললেন উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

“সনাতন ধর্মের পতাকা সর্বোচ্চ শিখরে—এ এক ঐতিহাসিক মুহূর্ত”।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: শ্রী রাম জন্মভূমি মন্দিরে ধর্মধ্বজ উত্তোলন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, “রাম মন্দিরের নির্মাণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ধর্ম ধ্বজ’ উন্মোচন করতে আসছেন। আমরা ভারতীয়রা, অযোধ্যাবাসী—সবাই আনন্দে উদ্বেলিত। বিশ্ব দেখবে এক অলৌকিক দৃশ্য: সনাতন ধর্মের পতাকা সর্বোচ্চ শিখরে উড়ছে।”

তিনি আরও বলেন, “শত শত মানুষের দীর্ঘ তপস্যার ফল আজ পূর্ণতা পাচ্ছে। আমি আন্তরিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই এবং তাঁকে অভিনন্দন জানাই।”

জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি আরশাদ মাদানির মন্তব্য প্রসঙ্গে ব্রজেশ পাঠক বলেন, “ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা সবাই একসঙ্গে থাকি। দেশ দ্রুত উন্নতি ও প্রগতির পথে এগিয়ে চলেছে।”

অযোধ্যায় ঐতিহাসিক এই অনুষ্ঠানের আগে শহরজুড়ে নিরাপত্তা, শৃঙ্খলা ও আনুষ্ঠানিক প্রস্তুতি ইতিমধ্যেই জোরদার করা হয়েছে।