/anm-bengali/media/media_files/2025/11/03/screenshot-2025-11-pm-2025-11-03-17-36-48.png)
নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের প্রচারে নতুন সুর তুললেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়িকা অধিতি সিং। আরজেডি নেতা তেজস্বী যাদবের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি বলেন, “বেশি সময় বাকি নেই, ১৪ নভেম্বর আসছে—সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তখনই বোঝা যাবে, বিহারের মানুষ কাকে সমর্থন করেছেন।”
অধিতি সিং আরও বলেন, “আপনারা আগে যেমন এনডিএ সরকারকে বেছে নিয়েছিলেন, এবারও সেই বিশ্বাস বজায় রাখবেন। কারণ, বিহারের উন্নয়ন ও স্থিতিশীলতার একমাত্র পথ হলো এনডিএ নেতৃত্বাধীন সরকার।”
তিনি তেজস্বী যাদব ও বিরোধী জোটকে কটাক্ষ করে বলেন, “যারা শুধুমাত্র ক্ষমতার জন্য জোট বাঁধছে, জনগণ তাদের ভরসা করবে না। বিহারের মানুষ জানেন, উন্নয়ন কথায় নয়—কাজে প্রমাণ করতে হয়।”
#WATCH | Patna, Bihar: On RJD leader Tejashwi Yadav's statement, UP BJP MLA Aditi Singh "Not much time is left, 14 November is coming, everything will be clear... All of you deserve congratulations for having chosen the NDA government before and continuing to choose it ahead." pic.twitter.com/AnsaDIYWtn
— ANI (@ANI) November 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us