/anm-bengali/media/media_files/cnbf9SvSxuYgHIGPxkY6.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির বায়ু দূষণের মাত্রাকে কমাতে এবার দিল্লি সরকার উদ্যোগী হয়েছে। কিছুদিন আগেই আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১৫টি বিষয়কে তুলে ধরেছিলেন। সেই মতো কাজও এগোচ্ছে। এবার এই নিয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, '' মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশনায়, দিল্লি সরকার দূষণের বিরুদ্ধে যুদ্ধের পথে কাজ করছে ৷ আমরা খুশি যে এই বছর ২০০ দিনেরও বেশি বায়ুর গুণমান ভালো ছিল ৷ ২০১৬ সালে এটির পরিমাণ ছিল ১০৯। গত বছর এটি ছিল ১৬৩, এবং এই বছর এখন এটি ২০০ দিন হয়ে গেছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
তিনি আরও বলেন, '' শীতের বৃদ্ধির সাথে বাড়তে থাকা দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে ১৩টি হটস্পটের জন্য একটি শীতকালীন কর্ম পরিকল্পনা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের পর একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সব সংস্থার সমন্বয়ে একটি সমন্বয় দল করা হয়েছে। যার দায়িত্বে থাকবেন এমসিডির ডিসি। সবাই দূষণের মাত্রা কমাতে কাজ করবে। "
Delhi: Delhi Environment Minister Gopal Rai says, "...Under the guidance of CM Arvind Kejriwal, the Delhi government is working on a war-footing against pollution. We are happy that this year there were more than 200 days of good air quality. In 2016, it was 109; last… pic.twitter.com/BZqnBXNiNo
— ANI (@ANI) October 11, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us