“কিছু বিলম্ব হলেও মহাগঠবন্ধনে পূর্ণ ঐক্য গড়ে উঠবে”— বললেন সিপিআই(এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য

ভিআইপি দলের অন্তর্ভুক্তি নিয়ে আসন বণ্টনে সামান্য জটিলতা, তবে সিপিআই(এমএল) নেতার আশাবাদ— “মনোনয়ন প্রত্যাহারের আগে জোটে সম্পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হবে।”

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-19 10.16.49 AM

নিজস্ব সংবাদদাতা: আসন্ন নির্বাচনের আগে মহাগঠবন্ধনে (INDIA Bloc) আসন বণ্টন ও প্রার্থী ঘোষণায় সামান্য বিলম্বের কারণ ব্যাখ্যা করলেন সিপিআই(এমএল)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, “এইবারের জোট আরও বড়। ভিআইপি (Vikassheel Insaan Party)-কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় কয়েকটি আসনে সমন্বয় প্রয়োজন ছিল, যার জন্যই কিছুটা দেরি হয়েছে।”

দীপঙ্কর জানান, “নতুন দলকে জায়গা দিতে গেলে সবার কিছু না কিছু ত্যাগ করতে হয়। সেই কারণেই প্রক্রিয়াটি কিছুটা সময় নিয়েছে। এই বিলম্বের ফলে কয়েকটি আসনে এখনও সম্পূর্ণ ঐক্য গড়ে ওঠেনি, তবে আমরা নিশ্চিত— মনোনয়ন প্রত্যাহারের সময়ের আগেই পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছি, কোনও বন্ধুত্বপূর্ণ লড়াই (friendly fight) হবে না। আমাদের লক্ষ্য একটাই— বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করা। সিপিআই(এমএল)-এর পক্ষ থেকে আমরা এই অবস্থান অক্ষুণ্ণ রেখেছি।”

দীপঙ্কর আরও বলেন, “এই মহাগঠবন্ধন শুধু রাজনৈতিক জোট নয়, এটি গণতন্ত্র ও সংবিধানের সুরক্ষার এক আন্দোলন। ভোটের আগে কিছু টেকনিক্যাল দেরি হলেও, আদর্শগত ঐক্য অটুট থাকবে।”