New Update
/anm-bengali/media/media_files/xqiXoi7QrzwkqXX1oybD.webp)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের তদন্ত করা লোকসভার এথিক্স কমিটির বৈঠক আজ বিকেল ৪টেয় অনুষ্ঠিত হবে। কমিটি একটি চূড়ান্ত প্রতিবেদনের খসড়া তৈরি করেছে যা আজকের সভায় গৃহীত হবে।
সূত্রে খবর, কমিটি মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করতে পারে এবং কমিটির সদস্য বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
প্রসঙ্গত, মহুয়া মৈত্র গত ২ নভেম্বর লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেন। প্যানেলের বিরোধী সদস্যদের সঙ্গে তিনিও ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে বলে অভিযোগ করে বৈঠক থেকে 'ওয়াকআউট' করেন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us