নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ভুবনেশ্বরে বড়সড় দুর্নীতির কাণ্ড ফাঁস করল ওড়িশা ভিজিল্যান্স। রাজ্যের রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার (প্ল্যান রোডস) বিকুন্ত নাথ সারাঙ্গির একাধিক জায়গায় হানা দিয়ে উদ্ধার হল ২.১ কোটিরও বেশি নগদ টাকা।
ভিজিল্যান্স অফিসারদের হানা দেওয়ার সময় এমন এক নাটকীয় ঘটনা ঘটে, যা শুনে সবাই হতবাক। অভিযোগ, পুলিশ দেখতে পেয়েই বিকুন্ত নাথ জানলা খুলে ৫০০ টাকার বান্ডিল ছুঁড়ে ফেলেন বাইরে! কিন্তু এতেও শেষরক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীদের সামনে সেই নগদ উদ্ধার করে নেয় ভিজিল্যান্সের টিম।
/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
বিকুন্ত নাথ সারাঙ্গির বিরুদ্ধে বিপুল হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়। দুর্নীতির টাকা গোপন করতে জানলা দিয়ে ছুঁড়ে ফেলার মতো হাস্যকর কাজও তিনি করেছেন বলে জানায় পুলিশ। বর্তমানে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এ যেন সিনেমাকেও হার মানায় — টাকা ছুঁড়ে রক্ষা পাওয়ার মরিয়া চেষ্টা, কিন্তু শেষমেশ আইনের হাতেই ধরা!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us