“নির্বাচনের ম্যাচ ফিক্সড”— বিস্ফোরক দাবি রাজ ঠাকরের

“ক্রিকেটে ফিক্সিং হলে খেলোয়াড় বাদ যায়, কিন্তু এখানে কেউ বাদ পড়ছে না,” মন্তব্য MNS প্রধানের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-30 11.12.36 PM

নিজস্ব সংবাদদাতা: আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তীব্র কটাক্ষ করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)-র প্রধান রাজ ঠাকরে। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেন “একটি ফিক্সড ম্যাচ”-এর মতো।

রাজ ঠাকরে বলেন, “ম্যাচটা পুরো ফিক্সড। ক্রিকেটে যখন ম্যাচ ফিক্সিং ধরা পড়েছিল, তখন জাডেজা ও অন্যদের বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এখানে কেউ বাদ পড়ছে না, কেউকেই সরানো হচ্ছে না।”