/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আগামী ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে নির্বাচন কমিশন। বুধবার ও বৃহস্পতিবার দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসতে চলেছে কমিশন। সূত্রের খবর, এই বৈঠকে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হবে।
জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ কমিশনের ফুল বেঞ্চ। প্রতিটি রাজ্যের প্রস্তুতির রিপোর্ট (SIR) পর্যালোচনা করবেন তাঁরা। কমিশনের লক্ষ্য— আগামী নির্বাচনকে আরও স্বচ্ছ, নিখুঁত ও অন্তর্ভুক্তিমূলক করা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/election-commission-a-2025-08-01-11-17-35.jpg)
ভোটার তালিকার সংশোধন, নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া— সব বিষয় নিয়েই খুঁটিনাটি আলোচনা হবে বলে সূত্রের দাবি। বিশেষত, ডিজিটাল ভোটার রোল সংক্রান্ত নতুন প্রযুক্তি ও রাজ্যভিত্তিক ডেটা আপডেট প্রক্রিয়াও আলোচনার বিষয়বস্তু হবে।
নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, “এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটার তালিকার গুণমানের উপর নির্ভর করে গণতন্ত্রের ভিত্তি কতটা মজবুত হবে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
রাজনৈতিক মহল মনে করছে, এই বৈঠকের ফলাফল সরাসরি প্রভাব ফেলতে পারে ২০২৫ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রস্তুতির উপর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us