ভোটার তালিকা ও জাল ভোটার সংক্রান্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নিল নির্বাচন কমিশন

কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে ভুয়ো ভোটার তালিকা নিয়ে বড় ঘোষণা করলো নির্বাচন কমিশন।

author-image
Debjit Biswas
New Update
ECI

নিজস্ব সংবাদদাতা : এবার ভোটার তালিকা ও জাল ভোটার সংক্রান্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মূলত বিভিন্ন মহল থেকে ভুয়ো ভোটার সংক্রান্ত বিষয়ে নানান অভিযোগ আসার পরেই, আজ পশ্চিমবঙ্গের নবনিযুক্ত চিফ ইলেক্টোরাল অফিসার মনোজ আগরওয়াল, নদিয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগেই, সেই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় সংশোধনের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, কালিগঞ্জ বিধানসভার বর্তমান বিধায়কের মৃত্যুর পরে ওই বিধানসভা কেন্দ্রে একটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে, আর খুব শীঘ্রই নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তারিখ ঘোষণা করবে। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, এই বিষয়কে কেন্দ্র করে মনোজ আগরওয়াল ইতিমধ্যেই বেশ কয়েকটি মিটিং করেছেন, এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি সংবিধান বর্ণিত নিয়ম অনুসারে একটি পরিষ্কার এবং স্বচ্ছ ভোটার তালিকা চান। এই সংশোধনের কাজ ২৪ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে এবং সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া ২ মে-র মধ্যে শেষ হবে।

MANOJ AGARWAL

এরপর কালিগঞ্জ বিধানসভার চূড়ান্ত ভোটার তালিকা ৫ মে-র মধ্যে প্রকাশ করা হবে। সূত্র অনুসারে, কালিগঞ্জে বর্তমানে ৪৮টি বুথ বৃদ্ধি পাওয়ার পর বুথের সংখ্যা হয়েছে ৩০৯টি। প্রায় ১২০০ জন প্রকৃত ভোটার থাকলেই নির্বাচন কমিশন একটি ভোটকেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে। সম্প্রতি একটি সর্বদলীয় বৈঠকে মনোজ আগরওয়াল জানিয়েছেন যে, যেকোনও কেউ বৈধ কারণসহ ভুয়ো ভোটার চিহ্নিত করতে পারলে, অনলাইনে অভিযোগ জানাতে পারেন। তিনি সর্বদলীয় বৈঠকে আশ্বাস দিয়েছেন যে, নির্বাচন কমিশন এই বিষয়ে তদন্ত করে, সঠিক ব্যবস্থা নেবে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে, কালিগঞ্জের এই নির্বাচনই হবে রাজ্যের শেষ নির্বাচন।