একনাথ শিন্ডে, একটা জবাবেই মুখে ফুল স্টপ উদ্ধবের

'তারা তাদের বাবার আদর্শকে বিক্রি করে দিয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
eknath-shinde-uddhav-thackeray-ani1-1664994215.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: একনাথ শিন্ডে এবং তাঁর ছেলে শ্রীকান্ত শিন্ডের ওপর শিবসেনা (ইউবিটি) নেতাদের ক্রমাগত আক্রমণে ক্ষুব্ধ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ব্যক্তিগত আক্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এদিন বলেন, "তারা ভারসাম্য হারিয়েছে। তারা তাদের আস্থা হারিয়েছে। তারা তাদের পায়ের নিচের মাটি হারিয়েছে। ওরা শুধু একনাথ শিন্ডেকে দেখছে যে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। আমার বিরুদ্ধে সাধারণের অভিযোগের মাত্রা কম হয়েছে। বালাসাহেব ঠাকরে আমাদের এই শিক্ষা দেননি। কিন্তু তারা তাদের বাবার আদর্শকে বিক্রি করে দিয়েছে। তাই আমি ওদের কথার কোনও উত্তর দিচ্ছি না। তাদের অভিযোগের জবাব দিই দিনরাত পরিশ্রম করে”।

eknath shinde df.jpg

shiv-sena-ubt-chief-uddhav-thackeray-300404-16x9

Add 1