বাবরি মসজিদ প্রসঙ্গে সতর্কবার্তা ঈদগাহ ইমামের

"ধর্মীয় বিষয় রাজনৈতিক রূপ না পাক"— মন্তব্য মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মহলীর।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-06 10.34.57 AM

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা ঘিরে রাজনৈতিক বিতর্ক বাড়তেই মুখ খুললেন ঈদগাহ ইমাম ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মহলী। তিনি বলেন, “কোনো ধর্মীয় বিষয়কে রাজনৈতিক লড়াইয়ে পরিণত করা উচিত নয়। বাবরি মসজিদ নিয়ে যেভাবে এক বিধায়ক বিষয়টি তুলেছেন, তা একেবারেই অযাচিত।” তাঁর বক্তব্য, দেশে কোনো উপাসনালয় নির্মাণ করতে হলে আইন মেনে রাজ্য কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। তিনি আরও জানান, বাবরি মসজিদ ইস্যু অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে আলোচনার উপযোগী নয়।