New Update
/anm-bengali/media/media_files/Cp28dNJic7qpddJhQOZ8.jpg)
নিজস্ব সংবাদদাতা: ট্রেন্ড অনুযায়ী মনে করা হয়েছিল গরমের বাজারে ডিমের (Egg Price) দাম কমতে চলেছে। কিন্তু তেমনটা হয়নি। বরং অনেকটা বেড়েছে ডিমের দাম। ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি (NICC)-র তথ্য থেকে জানা গিয়েছে, প্রায় একশো টাকা বেড়েছে ডিমের দাম। এপ্রিল মাসে আহমেদাবাদে ৪০০ টাকায় পাওয়া যাচ্ছিল ১০০ টা ডিম। মে মাসে একই সংখ্যক ডিম কিনতে খরচ পড়ছে ৫০০ টাকা। দোকানে প্রতিটি ডিমের দাম প্রায় ২ টাকা বেড়েছে। এলাহাবাদ, পাঞ্জাব, বিহার, লখনৌতেও ডিমের দাম বেড়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us