‘শিক্ষানীতিকে রাজনীতির চোখে দেখা উচিত নয়’ — বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুখান্ত মজুমদার

“তিন ভাষা সূত্র নিয়ে দক্ষিণের রাজনীতিকরা অযথা আপত্তি তুলছেন, কেউ কিছু চাপিয়ে দিচ্ছে না”— মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-02 3.41.02 PM

নিজস্ব সংবাদদাতা: কেরালার তিরুবনন্তপুরমে এক অনুষ্ঠানে জাতীয় শিক্ষা নীতি (NEP) ও প্রধানমন্ত্রী শ্রেষ্ঠী বিদ্যালয় উদ্যোগ (PM SHRI) নিয়ে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুখান্ত মজুমদার। তিনি বলেন, “দেশের অধিকাংশ রাজ্যই প্রধানমন্ত্রী শ্রেষ্ঠী বিদ্যালয় প্রকল্প ও নতুন শিক্ষা নীতি মেনে নিয়েছে। এই নীতির মূল লক্ষ্য হলো হাতে-কলমে শিক্ষা ও নমনীয়তা।”

তিনি আরও বলেন, “আমরা শিক্ষাব্যবস্থাকে গবেষণাভিত্তিক ও অভিজ্ঞতামূলক করে তুলতে চাই। এতে ছাত্রছাত্রীরা বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার সম্পর্ক বুঝতে পারবে।”

তিন ভাষা সূত্র (Three-Language Formula) নিয়ে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে যে রাজনৈতিক বিতর্ক চলছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মজুমদার। তার মন্তব্য, “দক্ষিণ ভারতের কিছু রাজনীতিক অযথা আপত্তি তুলছেন। রাজ্য সরকার চাইলে দক্ষিণের ভাষাগুলিকেই বিকল্প হিসেবে রাখতে পারে। এখানে কোনো কিছুই জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। এই ধরনের ক্ষুদ্র রাজনীতি দেশের যৌথ স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে।”