New Update
নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হয়ে গেল। দিন যত এগিয়ে আসছে তত ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়ে চলেছে। রাম মন্দির নিয়ে একের পর এক নানা ধরনের ভিডিও এবং এডিট করা ভিডিও সামনে আসছে। এবার এক এডিট করা ভিডিওতে দেখা গেল নৌকায় করে রাম মন্দিরের পারে আসছে রাম এবং সীতা। তাদের স্বাগত জানাতে হাতজোড় করে প্রস্তুত হনুমান যে মন্দিরের পেছন থেকে জেগে উঠছে। অম্বৃষ সিং X হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেন।
प्रभु आ रहे हैं 🚩#AyodhyaDham#AyodhyaRamMandir#AyodhyaRamTemple#NayeBharatKiNayiAyodhya#PranaPratishta
— Ambrish Singh (@TheAmbrishSingh) January 12, 2024
pic.twitter.com/MqCd83lARt
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us