ফের টাকার পাহাড় পেল ED, বাজেয়াপ্ত নথিও

রাজ্য সরকারের জমি অবৈধভাবে বিক্রির অভিযোগে মানি লন্ডারিং তদন্তের অংশ হিসাবে অভিযান চালিয়ে প্রায় ২৬ লক্ষ টাকা নগদ এবং কিছু "অপরাধমূলক" নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
ED.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও তল্লাশি অভিযানে নামল ইডি (ED)।জানা গিয়েছে, ইডি সুধীর রত্নাকর, পিটার দাস এবং অন্যান্যদের বিরুদ্ধে আর্থিক তছরূপ মামলায় মধ্যপ্রদেশে পিএমএলএ, ২০০২ এর বিধান অনুসারে ৮ টি জায়গায় তল্লাশি চালায়। এদিকে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোট ২৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা।