কেষ্ট-সুকন্যার পর গরু পাচারে গ্রেফতার হবে আরও! চাঞ্চল্যকর তথ্য দিলো ED

গরু পাচার মামলায় ইতিমধ্যে একj জেলে রয়েছেন বাবা-মেয়ে।অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করার পর আরো বড় দাবি করলো ইডি। আদালতে বিশেষ দাবি করেছেন ইডির আইনজীবী।

author-image
Anusmita Bhattacharya
New Update
anubrata1

নিজস্ব সংবাদদাতা: গত বছর গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর জেলবন্দি এনামুল হক, সতীশ কুমার থেকে শুরু করে কেষ্টর প্রাক্তন দেহরক্ষক সেহগল হোসেন ও হিসেব রক্ষক মণীশ কোঠারি। গ্রেফতারের তালিকায় যুক্ত হয়েছেন কেষ্টর কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। এই মামলায় আরও গ্রেফতারি হবে বলে জানিয়েছে ইডি (ED)। ইডির আইনজীবী নীতেশ রাণা দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে (Rouse Avenue Court) জানান যে এই মামলায় তদন্ত বহুদূর এগিয়ে গেছে আর গ্রেফতারির তালিকায় আরও নাম জোড়া হবে। সুকন্যা যে জামিনের (Bail) আবেদন করেন তার শুনানি আগামী ১২ মে।