/anm-bengali/media/media_files/jA8Sf1m9acJ2NT2qrmUo.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আপের জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর এদিন বলেন, “রমেশ বিধুরীর বক্তব্য বিজেপির নারী-বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটায়। রমেশ বিধুরীর বক্তব্য সম্পর্কে অবগত থাকলে কোনও মহিলাই বিজেপিকে সমর্থন করবেন না”।
একই সাথে মদ কেলেঙ্কারি মামলায় ইডি তদন্তের বিষয়ে তিনি বলেন, “এটিই প্রথম মামলা যেখানে মামলার অনুমোদন না পেয়েও আমাদের নেতাদের গ্রেপ্তার করে ২ বছরের জন্য জেল দেওয়া হয়েছে। ইডি আদালত বলেছে যে ইডি বিদ্বেষের সাথে কাজ করছে এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। সুপ্রিম কোর্ট বলেছে যে সিবিআই খাঁচায় বন্দী তোতাপাখির মতো কাজ করছে। এরপর আমাদের কিছু বলার প্রয়োজন নেই”।
#WATCH | Delhi | AAP national spokesperson Priyanka Kakkar says, "Ramesh Bidhuri's statements reflect BJP's anti-woman mindset... No woman will support BJP if they are aware of Ramesh Bidhuri's statements."
— ANI (@ANI) January 15, 2025
On ED probe in alleged liquor scam case, she says, "This must be the… pic.twitter.com/YBfPt1oGKd
/anm-bengali/media/media_files/ATk4rxUMg1TuF51m6YnZ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us