BREAKING: ঘরে ঘরে চলবে যাচাই অভিযান ! বিহার নির্বাচনের আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
election commission12.jpg

নিজস্ব সংবাদদাতা : বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকাকে পুরোপুরি নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে এবার এবার এক বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ECI) । সূত্র মতে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার লক্ষ্যে এবার ঘরে ঘরে গিয়ে ভোটার যাচাই করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ECI)। এই বিষয়ে নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে, আসন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এক বিশেষ ও কঠোর যাচাই অভিযান চালানো হবে। কমিশনের এক সূত্র জানায়, “এই ধরনের বিস্তারিত যাচাই অভিযান অতীতেও করা হয়েছে। সর্বশেষ এমন অভিযান হয়েছিল ২০০৪ সালে।” এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ফেক ভোটার বাদ দেওয়া, ভুল তথ্য সংশোধন করা এবং নতুন  ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা, যাতে নির্বাচনের সময় একটিও ভুল না থাকে।

election