BREAKING: মৃত ভোটার ২০ লক্ষ,খুঁজেই পাওয়া যায়নি ১ লক্ষ ভোটারকে ! বিহারে ভোটার তালিকা সংশোধন সম্পর্কে বড় তথ্য জানালো নির্বাচন কমিশন

কি তথ্য দিল নির্বাচন কমিশন ?

author-image
Debjit Biswas
New Update
ECI

নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের ভোটার তালিকা সংশোধন পর্ব সম্পর্কিত, বেশকিছু নতুন নতুন তথ্য সামনে আনলো নির্বাচন কমিশন। গত ২৩ জুলাই পর্যন্ত চলা এই ভোটার তালিকা সংশোধন পর্বে রয়েছে একাধিক চমক। নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া সূত্র অনুযায়ী যে তথ্যগুলি উঠে আসছে সেগুলি হল :- এখনও পর্যন্ত এই সংশোধন পর্বে ৯৮.০১% ভোটার কভার করা হয়েছে। এদের মধ্যে ২০ লক্ষ মৃত ভোটারের খোঁজ মিলেছে। প্রায় ২৮ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন। ৭ লক্ষ এমন ভোটার রয়েছে যাদের নাম একাধিক স্থানে নাম নথিভুক্ত। এছাড়াও ১৫ লক্ষ ভোটারের ফর্ম এখনও জমা পড়েনি।

fake voter cards

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে,৭.১৭ কোটি ভোটারের ফর্ম (৯০.৮৯%) ইতিমধ্যেই গ্রহণ ও ডিজিটাইজ করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এই প্রক্রিয়া ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।