BREAKING: এখনও বাকি ৯ দিন ! ৯০ শতাংশেরও বেশি মানুষ অংশগ্রহণ করলেন বিহারের ভোটার সংশোধনী তালিকায়

কি তথ্য দিল নির্বাচন কমিশন ?

author-image
Debjit Biswas
New Update
ECI

নিজস্ব সংবাদদাতা : এখনও হাতে বাকি ৯ দিন, কিন্তু তারমধ্যেই বিহারের ৯০ শতাংশেরও বেশি মানুষ ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন তাদের Enumeration Form। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আজ (১৪ জুলাই, ২০২৫) পর্যন্ত ৬,৯৯,৯২,৯২৬ জন ভোটার ইতিমধ্যেই তাঁদের Enumeration Form জমা দিয়েছেন, যা ১ আগস্ট ২০২৫-এ প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। এখনও মাত্র ৬.৮৫% মানুষ ভোটার ফর্ম জমা দেননি,তবে সেক্ষেত্রেও হাতে রয়েছে এখনও ৯ দিন। যদিও নির্বাচন কমিশন সকল ভোটারদেরই সময়মতো ফর্ম জমা দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে তাঁদের নাম সঠিকভাবে তালিকাভুক্ত করা যায় এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রেও যাতে তাদের কোনও অসুবিধা না হয়।

fake voter cards