ছটপুজো! ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

ছটপুজো উপলক্ষে চারিদিকে একের পর এক ঘাট সেজে উঠছে। সেই সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে বেড়ে যাচ্ছ নিরাপত্তা।

New Update
chhath-puja-105283438

নিজস্ব সংবাদদাতা: ছটপুজো শুরু হয়ে গেছে। এই নিয়ে নিরাপত্তাকে কেন্দ্র করে দ্বারকার ডিসিপি এম হর্ষবর্ধন বলেন, 'দ্বারকার ১৩০ টি জায়গায় ছট ঘাট প্রস্তুত করা হয়েছে। এখানে হাজার হাজার ভক্ত আসবে পুজোর জন্য। এই উদ্দেশ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হয়েছে'।